ঢাকা, ১৬ মে শুক্রবার, ২০২৫ || ২ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৯৪৮

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসছে ভারত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪০ ১৭ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

 

বাংলাদেশে সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগামী ৩০ ডিসেম্বর প্রতিনিধিদল পাঠাবে প্রতিবেশি দেশ ভারত । বুধবার ভারতীয় নির্বাচন কমিশনার সুনিল অরোরার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর বৈঠকের পর ভারতীয় নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ভারতীয় নির্বাচন কমিশনের তিন থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল সংসদ নির্বাচনের কাছাকাছি সময় ঢাকায় পৌঁছবে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন শীর্ষ কর্মকর্তা জানান, ভারত সরকার ইতোমধ্যেই নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভারতীয় সাংবাদিকদের একটি বিশাল দল বাংলাদেশের সাধারণ নির্বাচন কভার করতে আসবে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা ইতোমধ্যেই নির্বাচন উপলক্ষে বাংলাদেশে যেতে বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য আবেদনপত্র জমা করে আসছে।

বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, তারা ইতোমধ্যেই বাংলাদেশের সাধারণ নির্বাচন কভার করার জন্য আবেন্দন করেছে। আবেদন করা টিভি চ্যানেল বিবিসি, সিএনএন, ডিডব্লিউসহ অন্যান্য বিদেশি গণমাধ্যমের ৪০টির অধিক আবেদনপত্র হাইকমিশনের হাতে এসে পৌঁছেছে। এছাড়া নির্বাচন কভার করতে কলকাতা ভিত্তিক গণমাধ্যমের সাংবাদিকদের একটি দল পৃথকভাবে ঢাকায় আসবে। খবর: বাসসের 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর