ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৪৪৯৬

বাংলাদেশের শীর্ষ ১০ ফেসবুক সেলিব্রেটি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১১ ৪ জানুয়ারি ২০১৯  

বিশ্বে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হলো ফেসবুক। এ মাধ্যমে সেলিব্রেটি মানদণ্ড হলো ভেরিফায়েড পেজে ভক্তদের লাইক সংখ্যা। বাংলাদেশ শীর্ষ ১০ ফেসবুক সেলিব্রেটির মধ্যে রয়েছেন ৫ জন ক্রিকেটার, ২ জন অভিনেত্রী, ২ জন গায়ক ও একজন উপস্থাপক।

বাংলাদেশের শীর্ষ ১০ ফেসবুক সেলিব্রেটির তালিকা

 • সাকিব আল হাসান : জনপ্রিয় এই ক্রিকেটার বাংলাদেশের শীর্ষ ফেসবুক সেলিব্রেটি। তার পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৮৫ লাখ ৭২ হাজারেরও বেশি।

• মুশফিকুর রহিম : সতীর্থ সাকিবের পরই তার অবস্থান। মুশফিকের পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৭৪ লাখ ৩ হাজারেরও বেশি।

• মাশরাফি বিন মুর্তজা : বাংলাদেশের সবচেয়ে সফল এই ক্যাপ্টেনের অবস্থান তৃতীয়। তার পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৬৪ লাখ ৯৭ হাজারেরও বেশি।

• নাসির হোসেন : ফিনিশার খ্যাত এই তারকার অবস্থান চতুর্থ। তার পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৫৯ লাখ।

• তাহসান : বহু প্রতিভার অধিকারী এই জনপ্রিয় সংগীতশিল্পীর অবস্থান পঞ্চম। তবে সংগীতশিল্পীদের মধ্যে তিনিই প্রথম। তার পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৪৮ লাখ ১৫ হাজারেরও বেশি।

• নুসরাত ফারিহা : দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর অবস্থান ষষ্ঠ। অভিনেত্রীদের মধ্যে আবার তার অবস্থান প্রথম।  এ রূপসীর পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৪১ লাখ ১৭ হাজারেরও বেশি।

• আনামুল হক : দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলে ব্রাত্য এ ক্রিকেটারের অবস্থান সপ্তম। তার পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৩৪ লাখ ৬ হাজারেরও বেশি।

• হানিফ সংকেত : দেশসেরা এই উপস্থাপকের অবস্থান অষ্টম। তার পেজে বতর্মান অনুসারী সংখ্যা ২৮ লাখ ৭৯ হাজারেরও বেশি।

• আসিফ : জনপ্রিয় এই গায়কের অবস্থান নবম। তার পেজে বতর্মান অনুসারী সংখ্যা ২৬ লাখ ৯৪ হাজারেরও বেশি।

• বিদ্যা সিনহা মিম : জনপ্রিয় এই অভিনেত্রীর অবস্থান তালিকার সবশেষে। তার পেজে বতর্মান অনুসারী সংখ্যা ২০ লাখ ৫৬ হাজারেরও বেশি। 

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর