ঢাকা, ১৬ মে শুক্রবার, ২০২৫ || ২ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
১১৪০

বাতিল মনোনয়নপত্রের বিপরীতে শেষ দিনের শুনানি চলছে ইসিতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৯ ৮ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের ওপর শেষ দিনের শুনানি চলছে নির্বাচন কমিশন (ইসি)'তে।

আজ সকাল ১০টায় নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে এ শুনানি শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে শুনানি চলছে। আজ ৩১১ থেকে ৫৪৩ নম্বর পর্যন্ত অর্থাৎ ২৩৩ জনের আপিল আবেদনের শুনানি হবে।

নির্বাচন কমিশনে মোট ৫৪৩ জন আপিল করেছেন। এর মধ্যে গত দুই দিন ৩১০ জনের আপিল আবেদনের শুনানি নিষ্পত্তি করা হয়েছে। আজ শনিবার শেষ দিনে বাকি ২৩৩ জনের আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল দ্বিতীয় দিনে ১৫০ জনের শুনানি অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ৭৮ জন প্রার্থীর আবেদন গ্রহণ করে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, বাকি ৬৫ জনের আবেদন খারিজ এবং ৭ জন প্রাথীর আবেদন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

গত বৃহস্পতিবার ১৬০ জনের আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়, ওই দিন ৮০ জন প্রার্থীর আবেদন বৈধ বলে রায় দেয় ইসি। এদিন  ৪ জন প্রাথীর আবেদন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

আপিল শুনানিতে গত দুই দিনে এখন পর্যন্ত ১৫৮ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন, বাতিল বা খারিজ হয়েছেন ১৪১ জন এবং বাকি ১১ জনের আবেদন স্থগিত রাখা হয়েছে।

গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নি কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্দ ব্যক্তিরা ৫৪৩টি আবেদন দায়ের করেন নির্বাচন কমিশন (ইসি)'তে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর