ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৬৮০

বিএনপির ফেসবুক পেজ হ্যাকড

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৩ ২৭ ডিসেম্বর ২০১৮  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ  www.facebook.com/bnpbd.org হ্যাক্ড হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত  প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, গেল রাত ৩টার দিকে পেজটি হ্যাক হয়। এরপর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিমূলক পোস্ট দেয়া হয়েছে ও হচ্ছে। এসব পোস্টের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই। এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর