ঢাকা, ১২ মে সোমবার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
৯২১

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ : সিইসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫২ ৩০ ডিসেম্বর ২০১৮  

উত্তরার ৫ নম্বর সেক্টরে অবস্থিত আই ই এস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে রোববার সাংবাদিকদের সাথেসিইসি কথা বলেন।

উত্তরার ৫ নম্বর সেক্টরে অবস্থিত আই ই এস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে রোববার সাংবাদিকদের সাথেসিইসি কথা বলেন।

সারাদেশে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের ‘সিচুয়েশন’ ভালো আছে। এ কথা জানালেন, প্রধান নির্বাচন  কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।

রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে অবস্থিত আই ই এস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে রোববার বেলা ১১টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে। শুনেছি কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হবে।  

সাংবাদিকদের  প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোটের সার্বিক পরিস্থিতি দিন শেষে বলা যাবে কতটুকু অংশগ্রহণমূলক হলো। 

অনেক প্রার্থীর এজেন্ট নেই বিষয়টি নজরে আনলে সিইসি বলেন, বিষয়টি আমার জানা নেই। আমাকে এ বিষয়ে কেউ কিছু জানায়নি। এ বিষয়ে আমার কিছু করার নেই।

ভোট বর্জনের যে সংস্কৃতি শুরু হয়েছিল -  এ নির্বাচনের মাধ্যমে আপনাদের মাথা উঁচু হবে বলে কি আপনি মনে করেন? - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, উঁচু হবে।

‘দেশের অনেক কেন্দ্রে কক্ষের পর্দা খুলে ভোট দিতে বাধ্য করা হচ্ছে’ - এমন অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। এমন পরিস্থিতি তৈরি হলে ভোট বন্ধের জন্য নির্দেশনা দেয়া আছে।’