ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৬৭১

বিশ্ব সেরা ধনীর তালিকা থেকে বাদ পড়লেন জুকারবার্গ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৯ ২৯ জুন ২০২০  

বিশ্ব সেরা তিনজন ধনীর তালিকা থেকে বাদ পড়লেন মার্ক জুকারবার্গ।ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গের স্থান দখল করেছেন ফরাসী ধনকুবের বার্নাড আরনোল্ট। জেফ বেজোস, বিল গেটস আগের স্থানেই রয়েছেন। -খবর ব্লুমবার্গের
জুকারবার্গ তৃতীয় স্থান হারানোর কারণ শীর্ষস্থানীয় করপোরেশনগুলো ফেসবুক থেকে বিজ্ঞাপন বয়কটের ঘোষণা। ফেসবুকে বিজ্ঞাপন কমে যাওয়ায় প্রায় সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফেসবুক। এ তথ্য তাদের অফিসিয়েল ওয়েবপেজে গতকাল জানানো হয়েছে।

ব্লুমবার্গ জানায় , শীর্ষস্থানীয় বিপণন করপোরেশন ইউনিলিভার ফেসবুকে বিজ্ঞাপণ বয়কটের ঘোষণা দেওয়ার পর শেয়ার বাজারে ৮ . ৩ শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে ফেসবুকের। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স জানাচ্ছে , শেয়ারবাজারে ওই দরপতনের কারণে মার্ক জুকারবার্গ ব্যক্তিগতভাবে ৮২ . ৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হন।