ঢাকা, ১২ মে সোমবার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
৬১১

বুয়েটের ভর্তি পরীক্ষা এক মাস পেছালো

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২২ ১২ মে ২০২১  

করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা একমাস পেছানো হয়েছে।

 

পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী, দুই ধাপের প্রাক নির্বাচনী পরীক্ষা ৩১ মে ও ১ জুনের পরিবর্তে যথাক্রমে ৩০ জুন ও ১ জুলাই এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষা ১০ জুনের পরিবর্তে ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। 


এব্যাপারে বুয়েট রেজিস্ট্রার অধ্যাপক মো. ফোরকান উদ্দিন জানান, “কোভিড-১৯ চলমান পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। 


মঙ্গলবার আমাদের অ‌্যাকাডেমিক কাউন্সিল সভায় নতুন তারিখ নির্ধারণ করে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।”

 

উল্লেখ্য,  ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় দুই ধরনের সুপারিশ করা হয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগামী হলে জুলাই ও অগাস্ট মাসে আর সংক্রমণ কম থাকলে জুন ও জুলাই মাসে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সেই সুপারিশ অনুযায়ী  চূড়ান্ত সিদ্ধান্ত নিল অ‌্যাকাডেমিক কাউন্সিল।