ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৮৬৩

ভারত নয়, এদেশের জনগণই আমাদের ক্ষমতায় বসাবে: কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৭ ২৮ ডিসেম্বর ২০১৮  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বেশিরভাগ আসনে জয়লাভ করব। তাই আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রশ্নই ওঠে না। এদেশের জনগণই আমাদের ক্ষমতায় বসাবেন।

শুক্রবার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর জায়লস্করে সড়ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনে ভোট বিপ্লব হবে। সাম্প্রদায়িক অপশক্তির, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে তা হবে। বিএনপি-জামায়াত ভোটকেন্দ্র পাহারা দেয়ার কথা বলেছে। এর নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের কোনো হস্তক্ষেপ আছে কিংবা তারা মাথা ঘামাবে? এ ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, বিদেশি কোনো শক্তি আমাদের ক্ষমতায় বসাবে না। এমনটা ভাববার কোনো কারণ নেই। এটা সত্য নয়। আমাদের ক্ষমতায় ভারত বসাবে না। বসাবে দেশের জনগণ।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর