ঢাকা, ২৯ অক্টোবর বুধবার, ২০২৫ || ১৪ কার্তিক ১৪৩২
good-food
৮৭৬

ভারত নয়, এদেশের জনগণই আমাদের ক্ষমতায় বসাবে: কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৭ ২৮ ডিসেম্বর ২০১৮  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা বেশিরভাগ আসনে জয়লাভ করব। তাই আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রশ্নই ওঠে না। এদেশের জনগণই আমাদের ক্ষমতায় বসাবেন।

শুক্রবার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর জায়লস্করে সড়ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনে ভোট বিপ্লব হবে। সাম্প্রদায়িক অপশক্তির, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে তা হবে। বিএনপি-জামায়াত ভোটকেন্দ্র পাহারা দেয়ার কথা বলেছে। এর নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের কোনো হস্তক্ষেপ আছে কিংবা তারা মাথা ঘামাবে? এ ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, বিদেশি কোনো শক্তি আমাদের ক্ষমতায় বসাবে না। এমনটা ভাববার কোনো কারণ নেই। এটা সত্য নয়। আমাদের ক্ষমতায় ভারত বসাবে না। বসাবে দেশের জনগণ।