ঢাকা, ১৬ মে শুক্রবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৭০৭

ভীতিহীন নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য জাতিসংঘের আহ্বান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৭ ২৭ ডিসেম্বর ২০১৮  

সংগৃহীত

সংগৃহীত

নির্বাচনে ভীতিহীন পরিবেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।

তিনি বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমরা শংকিত। তাই বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান তারা যাতে নির্বাচনের সময় ডর-ভয়হীন ও দমন পীড়নহীন নির্বাচন অনুষ্ঠিত করে।


নির্বাচন যাতে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, তা নিশ্চিত করারও আহ্বান জানান আন্তেনিও।

আজ বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের পক্ষে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক লিখিত বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসন্ন ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও পরে সহিংসতামুক্ত, ভয়ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হয় সেদিকেও নজর রাখার অনুরোধ করেছেন তিনি।


অপর দিকে ভোটাধিকার প্রয়োগে সংখ্যালঘু, নারীসহ সব বাংলাদেশি নাগরিক যেন নিরাপদ বোধ করেন এবং আস্থা অনুভব করেন সে ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাচনী প্রক্রিয়ায় সুশীল সমাজ ও পর্যবেক্ষকেরা তাঁদের দায়িত্ব পালনে যাতে পূর্ণ সহায়তা ও স্বাধীনতা পান।

জাতিসংঘের মহাসচিব শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

গত ২১ ডিসেম্বর বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে মহাসচিবের মুখপাত্র স্টিফেনকে প্রশ্ন করা হয় 'ক্ষমতাসীনদের হাতে বিরোধীদলীয় প্রার্থী সমর্থকেরা ধরপাকড়ের শিকার হচ্ছেন। আপনি এ বিষয়ে কি মনে করেন'।

তিনি বলেন, ‘আমি আগেই আপনাদের বলেছি, আমরা এসব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা নির্বাচনী সহিংসতা ও বিরোধীদের গ্রেপ্তারের খবরে উদ্বিগ্ন। অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের জন্য সব পক্ষকে তাদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছি আমরা।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর