ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪৫০

ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে মালালা ইউসুফজাই

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৬ ৩ জুন ২০২১  

পাকিস্তানের নারী শিক্ষাকর্মী ও শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাইকে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ করা হয়েছে। আসছে জুলাই সংখ্যা তাকে নিয়ে প্রচ্ছদ করা হয়েছে।  বিবিসি।

 

খবরে বলা হয়, ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে কোনো গ্ল্যামার পোশাক নয় বরং পাকিস্তানি সাধারণ সাজেই তাকে দেখা যাবে। ম্যাগাজিনটির সঙ্গে সংক্ষিপ্ত জীবনকথায় ব্যক্তিজীবন, বিশ্বাস, লেখাপড়া, টুইটারে সক্রিয়তা ও অ্যাপল টিভি প্লাসের সঙ্গে অংশীদারিত্বসহ নানা বিষয়ে কথা বলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা ২৩ বছরের মালালা। একই সঙ্গে সেখানে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও এমা গনজালেসের মতো কিশোরী সংগঠকদের সঙ্গে বন্ধুত্ব নিয়েও কথা বলেছেন মালালা।

 

মালালার কথায়- একজন কিশোরী হৃদয় যে শক্তি বহন করে সে সম্পর্কে আমি জানি। ভোগের প্রচ্ছদ তারকা হতে পেরে খুবই ‘উচ্ছ্বসিত ও সম্মানিত’ বোধ করেছেন বলে ইনস্টাগ্রামে জানিয়েছেন মালালা। আশা প্রকাশ করে তিনি বলেন, প্রচ্ছদে তাকে দেখে মেয়েরা জানতে পারবে যে তারাও জগৎ বদলাতে পারে।