ঢাকা, ১২ মে সোমবার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
৮১৯

ভোটযুদ্ধ শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৪৪ ৩০ ডিসেম্বর ২০১৮  

উৎসব পরিবেশে সারা দেশে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট।আজ  ৩০ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে একযোগে সারাদেশের ২৯৯টি আসনে ভোট শুরু হয়। কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪ টা অব্দি।

এবার নির্বাচনে মোট ভোটার প্রায় ১০ কোটি ৩৮ লাখ। এরমধ্যে ৫ কোটি ২৩ লাখ পুরুষ এবং ৫ কোটি ১৪ লাখ নারী ভোটার।

এসব ভোটারদের ভোট নেয়ার জন্য ৪০ হাজার ৫১টি ভোট কেন্দ্র ও এসব কেন্দ্রের মধ্যে দুই লাখ পাঁচ হাজার ৬৯১টি ভোটকক্ষ প্রস্তুত করে নির্বাচন কমিশন।

 

বিকেল ৪টায় ভোট নেয়া শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হবে ভোট গোণার কাজ গণনা শেষে প্রিজাইডিং অফিসাররা লিখিত ফল রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন রিটার্নিং অফিসাররা তা পাঠাবেন নির্বাচন কমিশনে

ঢাকায় নির্বাচন কমিশনেরনির্বাচন ভবনের ফোয়ারা প্রাঙ্গণে তৈরী করা হয়েছে বিশেষ মঞ্চ। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে

গাইবান্ধা- (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী . টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় আসনের নির্বাচন স্থগিত রয়েছে ফলে আজ অনুষ্ঠিত হচ্ছে ২৯৯টি আসনে নির্বাচন