ঢাকা, ১২ মে সোমবার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
৭২৩

ভোটের আগের রাতে যুবলীগ কর্মী খুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৯ ২৯ ডিসেম্বর ২০১৮  

ভোটের আগের রাতে চট্টগ্রামের পটিয়ায় হামলা চালিয়ে খুন করা হলো যুবলীগের এক কর্মীকে

বিএনপি কর্মীদের হামলায় সরকার সমর্থক ওই যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে

নিহতের নাম দ্বীন মোহাম্মদ (৩৫) কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকায় তার বাড়ি

একাদশ সংসদের ভোট রোববার তার আগে শনিবার রাতে পটিয়ায় এই হত্যাকাণ্ড ঘটল

পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ বলেন, ‘গুরনখাইন এলাকায় রাত ১০টার দিকে বিএনপি প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে যুবলীগকর্মী দ্বীন মোহাম্মদকে হত্যা করে ইটের আঘাতে তাকে হত্যা করা হয়।’

চট্টগ্রাম- ১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী এনামুল হক এনাম এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী

দ্বীন মোহাম্মদকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়

নিহতের ভাতিজা সাইফুর রহমান মামুন হাসপাতালে বলেন, ভোটের আগের রাতে আমাদের একটি বৈঠক ছিল বৈঠক থেকে ফেরার পথে ফকিরা মসজিদ বাজার এলাকায় পেছন দিক থেকে বিএনপিকর্মীরা আমাদের ওপর হামলা চালায় তারা ধারাল অস্ত্র দিয়ে ইট-পাথর দিয়ে আঘাত করে

স্থানীয় বিএনপিকর্মী রফিক, আরিফ আনিসের নেতৃত্বে এই হামলা হয় বলে মামুনের অভিযোগ