ঢাকা, ১৫ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
১২৪৮

ভোটের দিনও শৈত্যপ্রবাহ থাকবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৬ ২৮ ডিসেম্বর ২০১৮  

দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বইছে। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভোটের দিনও তা অব্যাহত থাকতে পারে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে বিভিন্ন এলাকা।

আসছে রোববার সারাদেশে দিনভর ভোট চলবে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ভোটের দিন ভোর রাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে কুয়াশা থাকবে। বিশেষ করে নদী অববাহিকায়। পানির কাছাকাছি ও গাছপালা আচ্ছাদিত এলাকায় কুয়াশা বেশি পড়বে।

তবে ওই দিন দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, এখন রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা বিভাগের (ঢাকা শহর ছাড়া) প্রায় সবগুলো স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে তাকে শৈত্যপ্রবাহ বলে। ভোটের দিন এ অবস্থাটাই থাকবে।

আবুল কালাম মল্লিক বলেন, এখন মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। তবে ভোটের দিনে তা তীব্র আকার ধারণ করার সম্ভাবনা নেই।

বাতাসের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর