ঢাকা, ০৫ মে সোমবার, ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২
good-food
২৯৫

মন্ত্রীকে কেন জুতা ছুড়ে মারলেন ওই নারী?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৪ ২ আগস্ট ২০২২  

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ভারতের পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে জুতা ছুড়ে মারলেন এক নারী। মঙ্গলবার (২ আগস্ট) কলকাতার জোকা ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে বের হওয়ার সময় তার উদ্দেশে জুতা ছোড়েন ওই নারী।

 

আনন্দবাজারের খবরে বলা হয়, ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বের করা হচ্ছিল পার্থকে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন শুভ্রা ঘড়ুই নামের ওই নারী। পার্থকে দেখা মাত্রই তিনি নিজের পা থেকে তার জুতা খুলে ছুড়ে মারেন সাবেক মন্ত্রীর উদ্দেশে। তখন পার্থ অবশ্য গাড়ির ভেতরে থাকায় তার গায়ে জুতা লাগেনি।

 

জুতা মারার বিষয়ে ওই নারী বলেন, ‘ওদের কোটি কোটি টাকা। কলকাতার একাধিক জায়গায় ফ্ল্যাট কিনেছেন। এসি গাড়ি করে হাসপাতালে আসছেন। এতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা ঠিক মতো ডাক্তার দেখাতে পারছি না। তার জন্যই জুতা ছুড়েছি। জুতাটা ওর টাকে লাগলে শান্তি পেতাম।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর