ঢাকা, ১৬ মে শুক্রবার, ২০২৫ || ২ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৮৩১

মরে গেলেও নির্বাচন বর্জন করব না: ড. কামাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৪ ১৭ ডিসেম্বর ২০১৮  

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মরে গেলেও আমরা নির্বাচন বর্জন করব না। আমার লাশ নিয়ে ভোট দিতে যাবে। আমি মরে গেলেও আমার আঙুল থাকবে। আঙুল ভোট দেবে।

সোমবার আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

এর আগে প্রায় আড়াই ঘণ্টা ইসির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠক করেন।

ড. কামাল হোসেন বলেন, নির্বাচন হতে হবে। তারা (আওয়ামী লীগ) যদি মনে করে, হামলা-আক্রমণ করলে বাধ্য হয়ে আমরা নির্বাচন থেকে সরে আসব। তাহলে ভুল করবে। আমরা নির্বাচন বর্জন করব না। আমার লাশও করবে না।

তিনি বলেন, আমরা ইসিকে নানা বিষয়ে অবহিত করেছি। দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া অভিযোগ জানিয়েছি। পেশিশক্তি নিয়ে প্রার্থীদের ওপর আক্রমণ হচ্ছে। দলের হয়ে মিটিং-মিছিলকারীদের ওপরই আক্রমণ হচ্ছে। কেউ পোস্টার লাগাতে পারছেন না। বক্তব্য রাখতে পারছেন না। সব জায়গায় ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে।

গণফোরাম সভাপতি বলেন, আমার ৫৫ বছরের অভিজ্ঞতা আছে। ১৯৭০ সালে বঙ্গবন্ধুর নির্বাচনী এজেন্ট ছিলাম। এখন পর্যন্ত সব নির্বাচন দেখেছি। তবে এরকম অবস্থা কখনো দেখি নাই। ইসিতে আমরা আমাদের প্রার্থী তালিকা দিয়েছি। বেশ কিছু কেস - যেখানে সময় স্থানের ছবি দিয়েছি। গুলিবিদ্ধ ব্যারিস্টার খোকন- রোমনার ছবি দিয়েছি। একজন দুই চোখ হারিয়েছেন, সেই নারীর ছবি দিয়েছি। আ স ম আবদুর রবের ভাঙা গাড়ির ছবিও দিয়েছি।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন ড. কামাল হোসেন।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর