ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১২৩

মসিউর রহমান রাঙ্গাকে জাপা থেকে অব্যাহতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪২ ১৪ সেপ্টেম্বর ২০২২  

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) তাকে অব্যাহতি দেয়া হয়। 

 

জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম জানান, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

 

মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টিতে রওশন এরশাদপন্থী হিসেবে পরিচিত। সম্প্রতি জিএম কাদের নিজেকে সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণার জন্য দলের এমপিদের সমর্থন নেন।

 

এদিকে এ ঘটনার পর থাইল্যান্ডে চিকিৎসাধীন বেগম রওশন এরশাদ নভেম্বর মাসে দলের কাউন্সিল অধিবেশন আহবান করেন। 

 

সংশ্লিস্ট সূত্র জানায়, জাতীয় পার্টিতে দেবর-ভাবীর (জিএম কাদের -রওশন) বিরোধের প্রথম বলির পাঁঠা হলেন মসিউর রহমান রাঙ্গা। ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

 

উল্লেখ্য, গত ৩১ আগস্ট হঠাৎ জাতীয় পার্টির দশম কাউন্সিলের তারিখ ঘোষণা করেন থাইল্যান্ডে চিকিৎসাধীন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরপর তাকে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে দিতে চিঠি দেয় জাপার সংসদীয় কমিটি।