ঢাকা, ১৬ মে শুক্রবার, ২০২৫ || ১ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৮১০

মাথা ঠাণ্ডা করেন, সরকারকে ড. কামাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৩ ২১ ডিসেম্বর ২০১৮  

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মাথা ঠিক করেন, মাথা সুস্থ করেন, মাথা ঠাণ্ডা করেন। বিরোধী পক্ষের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হামলার বিষয়ে সরকারকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

শুক্রবার সন্ধ্যায় পল্টনে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় ঐক্যফ্রন্ট। সেখানে ড. কামাল বলেন, রাষ্ট্র ও সব ক্ষমতার মালিক জনগণ। তাদের ভোটাধিকার কেড়ে নেয়া মানে স্বাধীনতার ওপর আঘাত হানা।এসব হামলা-মামলা থামান।

তিনি বলেন, এ নির্বাচনের আগে যে চিত্র দেখছি, গেল ৩০-৪০ বছরেও তা দেখিনি।প্রশাসন, দলীয় কর্মীদের রাস্তায় নামিয়ে পেশিশক্তি ব্যবহার করে জনগণের ওপর আক্রমণ করছে। শিগগির এগুলো বন্ধ করুন।

গণফোরাম সভাপতি বলেন, বাংলাদেশে অতীতের সব স্বৈরাচারী সরকারকে ছাড়িয়ে গেছে এ সরকার। আমি দেখব, তারা এ পথ থেকে সরে আসে কি না। জনগণকে বলছি, ভোটবাক্স দখল করে এ সরকার নির্বাচনে জয়লাভ করলে তাদের স্বীকৃতি দেবে না।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর