ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৪৪৬

মার্কিন নির্বাচনে মৃত ব্যক্তির বিজয়!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৩ ৬ নভেম্বর ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ৫ অক্টোবর হাসপাতালে মারা যান ডেভিড আন্ডাহল। মৃত্যর এক মাস পর বহুল প্রত্যাশিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একটি আসনে জয়ী হয়েছেন তিনি।

 

গেল মঙ্গলবার (৩ নভেম্বর) ভোটের অনানুষ্ঠানিক ফলাফলে নর্থ ডাকোটা অঙ্গরাজ্য হাউসের প্রতিনিধি নির্বাচিত হন আন্ডাহল। জীবদ্দশায় তিনি পেশায় ব্যবসায়ী ও খামারি ছিলেন।

 

মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ছিলেন ৫৫ বছর বয়সী আন্ডাহল। নর্থ ডাকোটার অষ্টম কংগ্রেশনাল জেলা থেকে বিজয়ী হয়েছেন তিনি। 

 

দলটির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ভরাডুবি অবশ্যম্ভাবী হলেও মৃত্যুর পর জিতে অনন্য নজির স্থাপন করেছেন আন্ডাহল। কিন্তু পরপাড়ে পাড়ি জমানোয় তার আসন শূন্য থাকছে।

 

আন্ডাহলের মৃত্যুর পরই প্রশ্ন ওঠে, তিনি নির্বাচনে জিতে গেলে কী হবে?

 

ওই সময় নর্থ ডাকোটার অ্যাটর্নি জেনারেল বলেন, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে। আইন অনুযায়ী, তার পদত্যাগ কিংবা অবসর দেখানো হবে। 

 

এরকমটি হলে শূন্য ওই আসনে প্রতিনিধি নিয়োগ দিতে পারবে ডিস্ট্রিক্ট রিপাবলিকান পার্টি।