ঢাকা, ২৪ অক্টোবর শুক্রবার, ২০২৫ || ৯ কার্তিক ১৪৩২
good-food
১২৬৬

মালয়েশিয়ায় ২২ বাংলাদেশিসহ গ্রেফতার ৩১

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৯ ১ মার্চ ২০১৯  

মালয়েশিয়ার মালাকায় অবৈধ অভিবাসী গ্রেফতারে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। অভিযানে ২২ বাংলাদেশিসহ ৩১ জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার মালাকায় ভোর ৫টায় শহরের ডুরিয়ান টুংগাল, সুংগায় পাতুত এবং বুকিত কাতিলে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের ২৩০ অভিবাসী আটক করে পুলিশ।

আটকদের মধ্যে ২২ বাংলাদেশিসহ ৯ ইন্দোনেশীয় ব্যক্তি রয়েছেন। বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশন, ১৯৬৩, ধারা ৬ (১) (গ) এবং ধারায় ১৫ (১) (গ) গ্রেফতার দেখানো হয়েছে।

অবৈধ অভিবাসী গ্রেফতার চলমান থাকায় আটক হচ্ছেন বৈধ বাংলাদেশিরাও। এক কাজ করতে গিয়ে নামবিহীন দালালের মাধ্যমে বৈধ হয়ে অন্য কাজ করায় আটক হতে হচ্ছে তাদের। 

মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী, যে মালিকের নামে ভিসা করা হয়েছে; তার অধীনেই কাজ করতে হবে। অন্যথায় তাদের অবৈধ হিসেবে গণ্য করা হবে। এ নিয়ম না মেনে অন্যের অধীনে কাজ করলে জেলে প্রেরণ করা হবে।  

ইমিগ্রেশনের অফিসার নার আজমান ইব্রাহিম বলেন, চাকরির শর্ত লঙ্ঘন করায় কয়েকজন মালিককেও আটক করা হয়েছে।

প্রবাস বিভাগের পাঠকপ্রিয় খবর