ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪১৭

মায়ের কাছে পৌঁছে দিতে হাতির বাচ্চা তুলে নিলেন ঘাড়ে!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৫ ১৪ এপ্রিল ২০২০  

জঙ্গলের খালে পড়ে থাকা বাচ্চা হাতিকে উদ্ধার করেছেন। তার পর নিজের থেকে বেশি ওজনের সেই বাচ্চা হাতিকে কাঁধে করে নিয়ে এসেছেন মা হাতির কাছে।

 

পালানিছামি সরথকুমার নামের এক বনকর্মীর এই উদ্ধারকার্যের ছবি সোমবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার দীপিকা বাজপাই। তা দেখে সরথকুমারের প্রশংসায় মেতেছেন নেটাগরিকরা।

 

ছবিটি নিয়ে নতুন করে নেটাগরিকরা মাতলেও, ঘটনাটি ২০১৭-র ডিসেম্বরের। তামিলনাড়ুর মেত্তুপালায়ামের বনকর্মীরা ১২ ডিসেম্বর একটি ফোন পান। ফোন থেকে জানতে পারেন, একটি মা হাতি সেই এলাকার রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান বনকর্মীরা। সেই দলে ছিলেন সরথকুমার। ওই হাতিকে রাস্তা থেকে সরিয়ে ওই এলাকায় আরও হাতি আছে কি না, তার খোঁজ চালাতে থাকেন তাঁরা।

 

সেই খোঁজ করতে গিয়েই ওই বাচ্চা হাতিকে গর্তে পড়ে থাকতে দেখতে পান তিনি। উদ্ধারের পর দেখেন, ভাল করে হাঁটতে পারছে না সে। তার পর ১০০ কেজি ওজনের ওই হাতির ছানাকে চার জন মিলে নিয়ে আসেন। মায়ের কাছে বাচ্চা হাতিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মা হাতি যদি নিজের ছানাকে অত জনের সঙ্গে দেখে আক্রমণ করে বসে, সে জন্য সরথকুমার একাই কাঁধে নেন বাচ্চা হাতিটিকে। রাস্তা পার  করে একটি জলাশয়ের কাছে তিনি নামিয়ে দেন বাচ্চাটিকে। তার একটু পরই মায়ের দেখা পায় বাচ্চা হাতিটি। আনন্দবাজার।