ঢাকা, ০২ মে বৃহস্পতিবার, ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১
good-food
২০১

মে মাসের মধ্যে বিদায় নিতে পারে করোনা মহামারি: বিশেষজ্ঞ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১২ ৫ জানুয়ারি ২০২২  

২০২২ সালের মে মাসের মধ্যে করোনা মহামারি পৃথিবী থেকে বিদায় নিতে পারে। রাশিয়ার সাবেক প্রধান স্যানিটারি চিকিৎসক গেন্নাদি ওনিশ্চেঙ্কো এই দাবি করেছেন। জোর প্রতিরোধমূলক ব্যবস্থা এবং টিকাদান প্রয়াসের ফলে এই ভাইরাস শেষ হয়ে যেতে পারে।

 

রুশ বার্তা সংস্থা তাস-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গেন্নাদি ওনিশ্চেঙ্কো বলেন, ‘আগামী মে মাস পর্যন্ত দীর্ঘ সময়। এখন যা যা করা দরকার তা তা করলে করোনা অন্তত নিয়ন্ত্রণে চলে আসবে। ইতোমধ্যে এর সংক্রমণ হ্রাস পাচ্ছে। এই মুহূর্তে যত যা প্রয়োজন আমরা যদি তা করি, তাহলে ততদিনে এই ভাইরাস পৃথিবী থেকে বিদায় নিতে পারে।’

 

এই মহামারী বিশেষজ্ঞের মতে, এরই মধ্যে অসংখ্য ভ্যাকসিন বাজারে এসেছে। সুতরাং, এখন করোনা সংক্রমণের বিরুদ্ধে আতঙ্কিত হওয়ার কিংবা কাজবিহীন দিন কাটানোর আর কোনও যৌক্তিকতা নেই। মহামারি প্রতিরোধে টিকাদানের দিকেই অতি মনোনিবেশ করা প্রয়োজন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর