ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৩৮৮

মেকআপ ছাড়া সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে মেলিসা রউফ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৬ ২৭ আগস্ট ২০২২  

মেকআপ ছাড়া প্রায় শতাব্দী পুরোনো সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে উঠে রেকর্ড গড়েছেন মেলিসা রউফ। আগামী অক্টোবরে ‘মিস ইংল্যান্ড’ খেতাব লড়ার জন্য মঞ্চে উঠবেন তিনি। সেখানেও তাকে মেকআপ ছাড়া দেখা যাবে। খবর সিএনএন।

 

২০ বছর বয়সী এ তরুণী গত সোমবার নিজের ‘বেয়ারফেস লুক’ নিয়ে সেমিফাইনাল টপকে যান। আয়োজকরা জানান, এর আগে কেউ মেকআপ ছাড়া এই প্রতিযোগিতায় অংশ নেননি।

 

মেলিসা বলেন, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন বয়সী মেয়েরা চাপ অনুভব করে বলেই মেকআপের আশ্রয় নেয়।

 

তার মতে, কেউ যদি নিজের ত্বক নিয়ে খুশি থাকে। তবে মেকআপ দিয়ে ঢেকে রাখা উচিত নয়। আমাদের ত্রুটিগুলোই আমাদের পরিচয় এবং এটি আমাদের অনন্য করে তোলে।

 

মেলিসা জানান, অল্প বয়সে মেকআপ নেয়া শুরু করলেও প্রতিযোগিতায় পা রাখার সময় সে অভ্যাস ত্যাগের সিদ্ধান্ত নেন।

 

মিস ইংল্যান্ডের পরিচালক অ্যাঞ্জি বিসলে এক বিবৃতিতে বলেন, আমরা ২০১৯ সালে বেয়ার ফেস টপ মডেল রাউন্ড চালু করি। বেশিরভাগ প্রতিযোগী প্রচুর মেকআপ পরে অতিসম্পাদিত ছবি জমা দিচ্ছিল। আমরা মেকআপের পেছনে আসল ব্যক্তিকে দেখতে চেয়েছিলাম। মেলিসার মাধ্যমে ৯৪ বছরের ইতিহাসে মিস ইংল্যান্ডের মঞ্চ পুরোপুরি মেকআপ ছাড়া কোনো প্রতিযোগী পেল।