ঢাকা, ১৬ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১ পৌষ ১৪৩২
good-food
৫০৬

যেকোনো সময় রাশিয়ার হামলা শুরু হতে পারে: যুক্তরাষ্ট্র

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৫ ১২ ফেব্রুয়ারি ২০২২  

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে ‘যেকোনো সময়’ আক্রমণ করার জন্য রাশিয়ার যথেষ্ট সেনা প্রস্তুত রয়েছে। মার্কিন নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশটি ছেড়ে চলে যেতে হবে। বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্র এ সতর্কবার্তা দিয়েছে।

 

হোয়াইট হাউস বলেছে, বিমান থেকে বোমা হামলার মাধ্যমে রাশিয়ার আক্রমণ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, রুশ বাহিনী এখন ‘বড় ধরনের সামরিক অ্যাকশনে যেতে সক্ষম’। এ মন্তব্যকে মার্কিন কর্মকর্তাদের সতর্কতার মাত্রা আরো চড়া হওয়ার সুস্পষ্ট লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে।

 

জেক সুলিভান বলেন, আমরা ঠিক জানি না কী ঘটতে চলেছে। কিন্তু ঝুঁকি এখন খুব বেশি। আর হুমকি এখন যথেষ্ট তাৎক্ষণিক। সুলিভান যোগ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না বাইডেন প্রশাসন তা জানে না। তবে তারা মনে করেন, ক্রেমলিন সামরিক পদক্ষেপের ন্যায্যতা দেওয়ার জন্য একটি অজুহাত খুঁজছে। প্রচণ্ড বিমান হামলার মাধ্যমে এটি শুরু হতে পারে।