ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৪৫৫

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, নিহত ৪, বহু হতাহতের শঙ্কা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৩ ৬ অক্টোবর ২০২০  

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্প-১ এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।  

 

এদিন রাত পৌনে ৯টায় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। এরই ধারাবাহিকতায় গত ৪ ও ৫ অক্টোবর ৩ রোহিঙ্গাকে হত্যা করা হয়।  আজ সকালে অভিযান চালিয়ে ৯ জন রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব।

 

মো. সামছুদ্দৌজা বলেন, সন্ধ্যা থেকে আবারও রোহিঙ্গাদের দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। 

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১ জনের গলাকাটা এবং অপর ৩ জন গুলিবিদ্ধ। এ ঘটনায় ১ জন আনসার সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ এখনও চলছে। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।