ঢাকা, ১৭ সেপ্টেম্বর বুধবার, ২০২৫ || ২ আশ্বিন ১৪৩২
good-food
৭২৯

লামায় আম সদৃশ ডিম পাড়ল মুরগি!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:০০ ১৭ মে ২০২০  


লামা (বান্দরবান) প্রতিনিধি  : বান্দরবানের লামায় আম আকৃতির ডিম পেড়ে তাক লাগিয়েছে এক মুরগি! লামা পৌরসভার চাম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই এলাকার বাসিন্দা লামা প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজার পালিত এক মুরগি তিন দিন ধরে আম আকৃতির ডিম পাড়ছে। বিরল এ ডিম দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

মুরগির মালিক মহসীন রেজা জানান, এক বছর বয়সী মুরগিটি এর আগে স্বাভাবিক ডিম পাড়ত।  বৃহস্পতিবার সকালে তিনি মুরগির ঘরে গিয়ে আম সদৃশ ডিম দেখে অবাক হন। এরপর শুক্র  শনিবারও একই আকৃতির ডিম দিয়েছে মুরগিটি। এসব ডিম সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

লামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী জানান, মুরগির এমন আকৃতির ডিম পাড়া একটি স্বাভাবিক ঘটনা। বিভিন্ন কারণে মুরগিসহ বিভিন্ন পাখির ডিমের আকৃতি ও গঠন মাঝেমধ্যে বিকৃত কিংবা পরিবর্তন হয়। স্থানীয় গণমাধ্যমকর্মী এম বশিরুল আলম বলেন, ‘ডিমটি আমি হাতে নিয়ে দেখেছি। ডিমের এ অদ্ভুত আকৃতি দেখে একে প্রকৃতির বিচিত্র খেয়াল বলে মনে হয়েছে।’

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর