ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৪০৭

লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে যোগ দেবে না মিশর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৬ ৩ জানুয়ারি ২০২৪  

লোহিত সাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখার অজুহাতে ইসরাইলি জাহাজের নিরাপত্তা দেয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তাতে যোগ দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর। ইসরাইলের একটি প্রতিনিধিদল কায়রো সফরের সময় জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসির সরকারকে এই প্রস্তাব দেয়।

 

ইসরাইলের আই-টোয়েন্টিফোর নিউজ ওয়েবসাইট এক রিপোর্টে জানিয়েছে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল গত সপ্তাহে কায়রো সফরে যায় এবং সে সময় তারা মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে মিশরের যোগ দেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করে। কিন্তু এই টাস্ক ফোর্সে যোগ দেয়ার বিষয়টি মিশর প্রত্যাখ্যান করে। এর ফলে টাস্ক ফোর্সে এখন আরব দেশ হিসেবে একমাত্র বাহরাইন টিকে রইলো।

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলের জাহাজের উপর হামলা চালায় এবং অন্তত একটি জাহাজ আটক করে। এরপর ইয়েমেনি সেনারা লোহিত সাগরে ইসরাইল অভিমুখী যেকোন জাহাজ চলাচল নিষিদ্ধ করে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর