ঢাকা, ১২ ডিসেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
৩৩৪

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন তথ্য দিলেন উপদেষ্টা আসিফ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৪:৪৯ ২২ অক্টোবর ২০২৪  

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিল স্বৈরাচারী খুনি হাসিনা। 

 

সোমবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা জানান। 

 

উপদেষ্টা আসিফ বলেন, পদত্যাগপত্র নিয়ে বঙ্গভবনে যাওয়ার কথা ছিল। তবে  ছাত্র-জনতা গণভবনের কাছাকাছি চলে এলে পালিয়ে যেতে বাধ্য হয় খুনি হাসিনা।

 

এদিকে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

 

এদিন সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

আসিফ নজরুল বলেন, রাষ্ট্রপতির এই পদে থাকার যোগ্যতা আছে কি না এ নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।