ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
১৭৯

সরকারি অনুষ্ঠানে হিটস্ট্রোকে ৮ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৮ ১৭ এপ্রিল ২০২৩  

ভারতে তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো কমপক্ষে ৮ জনের। ঘটনাটি মহারাষ্ট্রের নভি মুম্বইয়ের। রোববার এলাকায় ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে অনেক মানুষ যোগ দিয়েছিলেন।


অনুষ্ঠানে  ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন। চাঁদিফাটা রোদে খোলা আকাশের নিচে বসেছিলেন দর্শকরা। তার জেরে সানস্ট্রোকে অসুস্থ হয়ে ওই আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অসুস্থ ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


অনুষ্ঠানে  মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস যোগ দিয়েছিলেন। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণের হাতে পুরস্কার তুলে দেন শাহ।

 

রোববার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়ে  দুপুর ১টা নাগাদ শেষ হয়। খোলা আকাশের নিচে দর্শকদের বসার জায়গা ছিল। কোনো ছাউনি ছিল না। রোববার ওই এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে চড়া রোদে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ৮ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর