ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৮১৬

সরে দাঁড়ালেন সালমা ইসলাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫০ ৩০ ডিসেম্বর ২০১৮  

অ্যাডভোকেট সালমা ইসলাম

অ্যাডভোকেট সালমা ইসলাম

বর্তমান এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম ভোট জালিয়াতির অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
আজ রোববার দুপুর ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এসময় তিনি ভয়ভীতি ও বাধা দিয়ে ১৭৮ কেন্দ্রের সব এজেন্টশূন্য করার অভিযোগ তোলেন।

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের দুদিন আগে সালমা ইসলামকে সমর্থন দেয় ঐক্যফ্রন্ট।

সংবাদ সম্মেলনে সালমা ইসলাম তার কর্মীদের ওপর হামলা, পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, জাল ভোট প্রদানসহ নানা অভিযোগ তুলে ধরেন।

ওই আসনের ভোট স্থগিত করে নতুন তফসিল দেয়ার আহ্বান জানান সালমা ইসলাম।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর