ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১৭৩

সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে ইউরোপ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪২ ২৯ জুলাই ২০২২  

গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৮ দশমিক ৯ শতাংশ মূল্যস্ফীতির মুখোমুখি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। সর্বশেষ ১৯৯৭ সালে এই অঞ্চলে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা গিয়েছিল। সূত্র: ওয়াশিংটন পোস্টের 
 প্রতিবেদনে ইউরোপীয় ইউনিয়ন স্ট্যাটিসটিকস এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে ইউরোজোনের দেশগুলোর মূল্যস্ফীতির ব্যাপারে এই তথ্য প্রকাশ করেছে। 

 

ওয়াশিংটন পোস্টেরপ্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশ ইউরোকে মুদ্রা হিসেবে ব্যবহার করে (ইউরোজোন) থাকে সেই দেশগুলোই প্রধানত এই মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে। চলতি জুলাই মাসেই ইউরোজোনভুক্ত ১৯টি দেশে এক মাসের ব্যবধানে ৮ দশমিক ৬ থেকে বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে।

 

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক মূল্যস্ফীতি রোধে বিগত ১১ বছরের ইতিহাস ভেঙে সুদের হার বাড়িয়েছিল। তবে আপাতত, তাদের প্রচেষ্টা সফল হয়নি বলেই মনে হচ্ছে। এরই মধ্যে, জুলাই নাগাদ ইউরোপেরে বাজারে জ্বালানির দাম বেড়েছে প্রায় ৩৯ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া, খাদ্য, অ্যালকোহল, পরিবহন ব্যয়, তামাক পণ্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য প্রায় ৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি স্পেনে। দেশটিতে বিগত ৩৮ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। স্পেনে বর্তমান মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৮ শতাংশ। যা মাত্র ১ মাস আগেও ১০ দশমিক ২ শতাংশে ছিল।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর