ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩২৬

সস্তায় করোনার পিল দেবে ফাইজার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৮ ১৭ নভেম্বর ২০২১  

করোনার সংক্রমণ চিকিৎসায় উৎপাদিত পিল সস্তায় দরিদ্র দেশগুলোতে সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার। এ লক্ষ্যে একটি চুক্তি করেছে তারা। 

 

ফাইজার জানিয়েছে, প্যাক্সলোভিড নামের পিলটির জেনেরিক সংস্করণ উৎপাদনের জন্য লাইসেন্স দিতে সম্মত হয়েছে। এজন্য মেডিসিনস প্যাটেন্ট পুলের সঙ্গে চুক্তি করেছে তারা। ফলে ৯৫টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে স্বল্পমূল্যে পিলটি সরবরাহ করা যাবে।

 

অন্তর্বর্তীকালীন পরিসংখ্যানে দেখা গেছে, ফাইজারের উৎপাদিত পিলটি করোনায় গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ হ্রাস করে। 

 

জেনেভাভিত্তিক মেডিসিনস প্যাটেন্ট পুল হচ্ছে যুক্তরাষ্ট্রের সহযোগিতাপুষ্ট আন্তর্জাতিক সংস্থা। এটি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য ওষুধ উন্নয়ন সুবিধা দিতে কাজ করে।

 

সংস্থার নির্বাহী পরিচালক চার্লস গোর বলেছেন, ‘এই লাইসেন্সটি এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে অনুমোদন পেলে মুখে খাওয়ার এই ওষুধটি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য বিশেষভাবে উপযুক্ত এবং জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর