ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৭ ভাদ্র ১৪৩২
good-food
৫৪৬

সাঈদ খোকনের এক মামলা খারিজ, আরেকটি প্রত্যাহার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৯ ১৯ জানুয়ারি ২০২১  

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে যে দুটি মামলা হয়েছিল, এর মধ্যে একটি খারিজ এবং আরেকটি প্রত্যাহার করা হয়েছে।

 

কাজী আনিসুর রহমান বাদি হয়ে করা মামলাটি গ্রহণের কোনো উপাদান না থাকায় মঙ্গলবার  ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ সেটি খারিজ করে দেন। আর অপর মামলার বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম প্রত্যাহারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

 

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা দুটি করা হয়। এক মামলার বাদী কাজী আনিসুর রহমান, অন্যটির বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য এ দিন ধার্য করেন।