ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৮৬৮

সারাদেশে ভীতিকর পরিবেশ বিরাজ করছে : মির্জা ফখরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৫ ২৯ ডিসেম্বর ২০১৮  

শনিবার ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শনিবার ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে উৎসব নয়, ভীতিকর পরিবেশ বিরাজ করছে। তবে জনগণ ভোটের মাধ্যমে এবার পরিস্থিতি বদলে দেবে।
শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের  এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমি কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই যে জনগণকে সঙ্গে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোটকেন্দ্র পাহারা দিতে হবে এবং কেউ যেন ভোট চুরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

নিজ দলের কর্মীদের আটকের বিষয়ে তিনি বলেন, গতকাল বিএনপির যেসব কর্মীদের আটক করা হয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ নেতা। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও এসপি সাহেবকে জানিয়েছি। এরপরও কিন্তু আমাদের সাধারণ ভোটারদের কেউ হতাশ করতে পারবে না। আমরা আশা করি যদি ভালো পরিস্থিতি থাকে তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে।
বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো বিরোধ আছে কি-না এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এগুলো সমস্ত সরকারের কূটচাল, একেবারে ভিত্তিহীন। এগুলো কোনোটাই সঠিক নয়। বিএনপি নির্বাচনে আছে এবং থাকবে।

এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর