ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২১৯

সিনহা হত্যা: ৪ পুলিশসহ ৭ আসামি কারাগারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৯ ২০ আগস্ট ২০২০  

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চার পুলিশ সদস্যসহ সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ এ নির্দেশ দেন। 
কক্সবাজার কোর্ট পুলিশের ইন্সপেক্টর প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এদিন বেলা ১২টার দিকে সাতজনকে আদালতে নিয়ে  আসা হয়। তবে র্যাবের পক্ষ থেকে নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি। বিষয়টি অবহিত করার পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
আদালতে হাজির করা চার পুলিশ সদস্য হলেন কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই লিটন মিয়া। 
এছাড়া অন্য তিনজন পুলিশের দায়ের করা মামলার সাক্ষী। তারা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।
গত ১২ আগস্ট আদালত ৪ পুলিশ সদস্যসহ এ সাতজন আসামির প্রত্যেকের সাতদিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। 
গেল ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুরের তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা। পরে তার বোন বাদি হয়ে হত্যা মামলা করেন।