ঢাকা, ১২ মে সোমবার, ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২
good-food
৮৭৪

সুষ্ঠু ভোট হলে জয়ের আশা ড. কামালের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৭ ৩০ ডিসেম্বর ২০১৮  

ভিকারুননিসা স্কুলে ভোট দিয়ে ঐক্যফ্রন্ট সমন্বয়ক গনফোরাম সভাপতি ড. কামাল হোসেন সাংবাদিকেদর সাথে কথা বলেন

ভিকারুননিসা স্কুলে ভোট দিয়ে ঐক্যফ্রন্ট সমন্বয়ক গনফোরাম সভাপতি ড. কামাল হোসেন সাংবাদিকেদর সাথে কথা বলেন

ঐক্যফ্রন্ট সমন্বয়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন  বললেন, মিনিটে মিনিটে টেলিফোন আসছে। আমাদের এখানে এই হইছে, সেই হইছে। এগুলো দুঃখজনক ও লজ্জাজনক। এখন পর্যন্ত যে খবরগুলো আসছে তা উদ্বেগজনক। 

ড. কামাল হোসেন বলেন, সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। 
রোববার সকাল ন’টায় রাজধানীর ভিকারুননিসা স্কুলে ভোট দিয়ে ঐক্যফ্রন্ট সমন্বয়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ কথা বলেন। 
তিনি বলেন, দেশের জনগণ ক্ষমতার মালিক হয়েছে ৪৭ বছর হয়েছে। খুন, গুম করে তাদের মালিকানা ও স্বাধীনতা কেড়ে নিতে কেউ পারবে না। 

ড: কামাল বলেন, সকাল সকাল এত লোক ভোটে আসছে দেখে আমি উৎসাহিত হয়েছি। বয়স্ক লোকও ভোট দিতে আসছে। 

ড. কামাল হোসেন বলেন, লাখো শহীদ কেন জীবন দিলো। আমরা দেশের মালিক হবো। প্রতিনিধি নির্বাচন করবো। তারা রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করবে এবং সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে। 

সামগ্রিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে ‘কাজ হয়ে গেছে’। এটা হলো শহীদদের রক্তের সঙ্গে বেইমানী করা। বঙ্গবন্ধু, তাজউদ্দিন, নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন এ ভোটাধিকারের জন্য। 

তিনি বলেন,  খবর পেয়েছি এজেন্ট দিতে পারেনি। কোথাও কোথাও দেয়ার পর বের করে দেয়া হয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া, এটা শহীদদের সঙ্গে বেঈমানী করা।