ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২
good-food
৪৭৮

সেই পিস্তল বিক্রি হলো ২৫৬,০০০ ডলারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫১ ৭ ডিসেম্বর ২০২০  

প্রয়াত স্কটিশ অভিনেতা শন কনারি ব্যবহৃত হ্যান্ডগান ২৫৬,০০০ ডলারে বিক্রি হয়েছে। জনপ্রিয় গোয়েন্দা মুভি সিরিজ ‘জেমস বন্ডে’ প্রথম অভিনয় করেন তিনি। ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডাক্তার নাম্বারে’ সেটি ব্যবহার করেন এই কিংবদন্তি।

 

গেল বৃহস্পতিবার বেভারলি হিলসে নিলামে হ্যান্ডগানটি বিক্রি হয়। এত চড়া মূল্যে সেটি বিক্রি হবে তা কল্পনাও করেননি বিড কোম্পানি।

 

নিস্ক্রিয় আধা-স্বয়ংক্রিয় ওল্থার পিস্তলটি হলিউডের ইতিহাসেরই অংশ হয়ে রয়েছে। জেমস বন্ড মানেই সেই ঘরানার হ্যান্ডগান দেখা যাবে হিরোর হাতে। পরে এর আরও সংস্করণ দেখা গেছে। তবে সেটির জনপ্রিয়তা ছাপিয়ে যেতে পারেনি।

 

গেল ৩১ অক্টোবর ৯০ বছর বয়সে মারা যান কনারি। তার স্মৃতি ধরে রাখতেই এই নিলামের আয়োজন করা হয়। তবে এটি কে কিনেছেন তা জানানো হয়নি।

 

নিলাম কোম্পানি জুলিয়েন’স অকশনস জানিয়েছে, নিলামে বিজয়ী নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি ও তার শিশুরা ‘জেমস বন্ডের’ প্রত্যেকটি সিনেমা দেখেছেন। ধারণা করা হয়েছিল-১৫০,০০০ থেকে ২০০,০০০ ডলার দর উঠতে পারে ০০৭ হ্যান্ডগানটির।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর