ঢাকা, ১৩ ডিসেম্বর শনিবার, ২০২৫ || ২৮ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
৩৯১

সোমবারের সমাবেশ বাতিল করলো আওয়ামী লীগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৪ ৩০ জুলাই ২০২৩  

পুরোনা বাণিজ্য মেলার মাঠে আগামীকাল সোমবার (৩১ জুলাই) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের ডাকা সমাবেশ বাতিল করা হয়েছে। রোববার (৩০ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তথ্য সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

 

তবে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আজ রোববার (৩০ জুলাই) সারাদেশে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। 

 

সোমবার (৩১ জুলাই) বিএনপিও সারাদেশে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সেসময় তিনি বলেন, আমরা রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না। যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।