ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
২৭০

সৌদিসহ যেসব দেশে ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৩ ২১ এপ্রিল ২০২৩  

মধ্যপ্রাচ্যের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ঈদের চাঁদ উদয় হয়েছে। ফলে এ অঞ্চলের দেশগুলোতে শুক্রবারই (২১ এপ্রিল) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। 


২০ এপ্রিল সবার আগে চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। একে একে এ তালিকায় যোগ হয় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ আরও অন্তত ১৪টি দেশ।


ওই দিন সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় পরের দিনই ঈদুল ফিতর উদযাপন করছেন দেশটির বাসিন্দারা। সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

 

বাহরাইনে শরিয়া ভিশন কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সেখানে। এছাড়া কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, জর্ডান, মিশর, আলজেরিয়া, সিরিয়া, তিউনিসিয়া
ও সুদানে ঈদ উদযাপিত হচ্ছে এদিন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর