ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩৩৫

স্কুলেই শিক্ষার্থীদের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১৯ ১৯ নভেম্বর ২০২১  

করোনারোধে সারাদেশে স্কুলে-স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১’ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঔষধ প্রশাসন অধিদপ্তর এ অনুষ্ঠান আয়োজন করে।

 

জাহিদ মালেক বলেন, ‘আমরা এতদিন চার-পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের একটি স্কুলের মাধ্যমে টিকা দিয়েছি। এক্ষেত্রে দেখছি নিবন্ধনসহ নানা বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। তাই সারাদেশের প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

 

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে নয় কোটি ডোজ টিকা দেয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় মন্ত্রী অটোমোটেড ড্রাগ লাইসেন্সিং ও রিনিউয়াল সিস্টেমের উদ্বোধন করেন। 

 

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিভাগের সচিব আলি নুর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বারডান জাং রানা, বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন প্রমুখ বক্তব্য রাখেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর