ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১৯ কার্তিক ১৪৩২
good-food
৫৭০

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ইকবাল কবীর করোনায় আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪০ ১৯ জুন ২০২০  

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. ইকবাল কবীর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে।
অধ্যাপক ডা. ইকবাল কবীর ক কোভিড-১৯ প্রকল্পের পিডি হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমনের  পর শুরু থেকে নিরলসভাবে সেবা দিয়ে আসছেন।  

ইকবাল কবীরের ছোট ভাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহ-সভাপতি নজরুল কবীর শুক্রবার (১৯ জুন) বলেন, বর্তমানে তিনি তার বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ করোনায় আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। সম্প্রতি তিনি সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৮৮ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৯৪৫ জন।