ঢাকা, ১০ মে শুক্রবার, ২০২৪ || ২৬ বৈশাখ ১৪৩১
good-food
২২৩

হামাসের হামলায় ২৫৮ ইসরায়েলি সেনা নিহত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১২ ১৩ অক্টোবর ২০২৩  

ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে টানা সাতদিন ধরে চলছে তুমুল লড়াই। গত শনিবার গাজা থেকে ইসরায়েল অভিমুখে পাঁচ হাজার রকেট ছুড়ে হামাস। এরপর থেকে ইসরায়েলি বাহিনীও পাল্টা আক্রমণ শুরু করে। ইতিমধ্যে উভয়পক্ষে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

 

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হামলায় এখন পর্যন্ত ২৫৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এদিকে হামাসের সশস্ত্র উইং আল-কাসাম ব্রিগেডস বলেছে, ইসরায়েলে তারা আরও ১৫০ রকেট ছুড়েছে। 

 

অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সেখানে অভিযান শুরু করা হতে পারে জানিয়েছে দক্ষিণাঞ্চলে চলে যাওয়োর আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে হামাস জানিয়েছে, এগুলো ‘ভুয়া প্রচারণা’ ছাড়া কিছু নয়। 


বিমান হামলায় বিধ্বস্ত গাজায় যেকোনো সময় স্থল অভিযান শুরু করতে পারে ইসরায়েল। জাতিসংঘ জানিয়েছে, গাজায় ২৩ লাখ ফিলিস্তিনির বসবাস। এর প্রায় অর্ধেক মানুষ দক্ষিণাঞ্চলে বাস করে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এত মানুষ চলে যাওয়া সম্ভব না।  

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর