ঢাকা, ১৬ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৫ || ১ পৌষ ১৪৩২
good-food
৮৭৪

হেলিকপ্টার দিয়ে আহত গরু উদ্ধার!

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৬ ২১ আগস্ট ২০২০  

পায়ে চোট লেগেছিল গরুটির। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। এই অবস্থায় পাহাড় থেকে হাঁটিয়ে সমতলে নামালে চোট-আঘাত আরো বাড়তে পারত। তাই কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি কৃষক ড্যাং। নিজের প্রিয় পোষ্যকে উদ্ধার করতে একেবারে হেলিকপ্টার ডেকে আনেন। কপ্টারের সাহায্যে আহত গরুটিকে পাহাড় থেকে সমতলে নামিয়ে আনা হয় ।

মঙ্গলবার  সুইজারল্যান্ডে আল্পস পার্বত্য এলাকায় হেলিকপ্টারে চড়িয়ে আহত গরু উদ্ধারের এই ঘটনা ঘটে। এরই মধ্য গরু উদ্ধারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে হেলিকপ্টার থেকে ঝুলছে আহত গরুটি। তার সারা শরীরে হার্নেস লাগানো। এভাবেই সুইস আল্পস থেকে সমতলে নামানো হয় গরুটিকে। সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে প্রায় ৭ লাখ 'ভিউস' পেয়েছে ভিডিওটি। 

আহত গরুকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করার জন্য অনেকেই ড্যাংকে কুর্নিশ জানিয়েছে। একজন নেটিজেন লিখেছেন, 'গরুটিকে এইভাবে উদ্ধার করে নিজের ভালোবাসার পরিচয় দিয়েছেন ড্যাং।' আরেকজন লিখেছেন, 'আমি পশুপ্রেমী মানুষদের ভালোবাসি।'  তিনি লিখেছেন, 'গরুটিকে দেখে খুব সাহসী মনে হল। 

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর