ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩৬৬

কমছেই না করোনার প্রকোপ

১৫-২২ জুলাই বিধিনিষেধ শিথিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৮ ১২ জুলাই ২০২১  

মহামারী আকারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। কোনোভাবেই টানা যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর লাগাম। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে আতংক-ও কম নয়। করোনা নিয়ে দেশ যখন সবচেয়ে বিপর্যস্ত অবস্থা মোকাবেলা করছে, ঠিক তখন ঈদুল আজহা সামনে রেখে চলমান লকডাউন ‘শর্তসাপেক্ষে’ শিথিল করার ঘোষণা দেয়া হলো।

 

সোমবার সরকারের তথ্যবিবরণীতে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিলের ঘোষণা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, শর্তগুলোসহ বিস্তারিত মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার প্রজ্ঞাপনে জানাবে। 

 

ঈদে বাড়ি যাওয়ার বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার শর্তে গাড়ি চলাচলের সুবিধা দেওয়া হবে। এই ৮ দিনে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। একইসঙ্গে সীমিত পরিসরে খুলবে দোকানপাট ও শপিংমল। তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস। আর আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে।


তবে এরই মধ্যে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন ১৫ জুলাই চালু হবে বলে ঘোষণা এসেছে। এছাড়া আসছে ১৭ জুলাই থেকে কোরবানির পশুর হাট বসানোরও ঘোষণা দেয়া হয়েছে।

 

গত বছর কোরবানির ঈদের আগে মহামারী পরিস্থিতির উন্নতির মধ্যে বিধিনিষেধ আরোপ করা  হলে ঈদের পর পরে সংক্রমণ বেড়ে গিয়েছিল।

 

তখন সংক্রমণ পরিস্থিতির অবনতির জন্য প্রধানত মানুষের চলাচলকেই দায়ী করেছিলেন বিশেষজ্ঞরা। তার সঙ্গে সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা ছিল।

 

এবার পরিস্থিতি গতবারের চেয়ে বহু বহু গুণ অবনতি হয়েছে। করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তারে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে।

 

সোমবারই কোভিডে আক্রান্ত হয়ে ২২০ রোগীর মৃত্যু ও একদিনে রেকর্ড ১৩৭৬৮ রোগী শনাক্ত হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

আগের দিনই এক সপ্তাহের মধ্যে ‘মহামারী পরিস্থিতি করুণ হয়ে উঠতে পারে’ বলে আশঙ্কা প্রকাশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতির মধ্যে লকডাউন শিথিলের ঘোষণা দেয়া হলো।

 

আগামী ২১ জুলাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, যা হবে করোনাভাইরাস মহামারীতে দ্বিতীয় কোরবানির ঈদ। গেল রোববার (১১ জুলাই) দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর