ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
১২২৫

২৪ ঘন্টা সব ধরণের যান চলাচল বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১০ ২৭ ডিসেম্বর ২০১৮  

সংগৃহীত

সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার (২৯ ডিসেম্বর) মধ্যরাত  থেকে ভোটের দিন ৩০ ডিসেম্বর মধ্যরাত (রাত ১২টা) ২৪ ঘন্টা নির্বাচন কমিশনের স্টিকার ব্যতীত অন্য কোন যান চলাচল করতে পারবে না।

সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন (ইসি) বলেছে, এজন্য জনগণের আগে থেকেই প্রয়োজনীয় পরিকল্পনা কিংবা সতর্কতা গ্রহণ করা দরকার।


ফলে এই ২৪ ঘন্টার জন্য দেশবাসীকে আগে থেকে সতর্কতার সঙ্গে সঙ্গে কোন রকম জটিলতায় না পড়ার জন্য এই নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

এছাড়া শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত  থেকে ১ জানুয়ারি দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত এই  চার দিন সারাদেশে মোটরসাইকেল চালানোতেও নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছে ইসি।

তবে নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার করে সাংবাদিকরা মোটরসাইকেল চালাতে পারবেন।

এছাড়া রোগী বহনকারী এ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া যারা গাড়ী ব্যবহার করতে পারবেন :

যান চলাচলের নিষেধাজ্ঞার সময় রিটার্রিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহনে নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এ ছাড়া মহাসড়ক, বন্দর ও জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর