ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩১৯

৩ বছরে ১৬ হাজারের বেশি মিথ্যা বলেছেন ট্রাম্প!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৯ ২৪ জানুয়ারি ২০২০  

গেল ৩ বছরে ১৬ হাজারের বেশি মিথ্যা কিংবা বিভ্রান্তিকর কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসবের মধ্যে অবাস্তব কথাও রয়েছে। ফ্যাক্ট চেকার ডাটাবেজ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ৩ বছরে প্রকাশ্যে যেসব কথা বলেছেন, সেগুলোর মধ্যে ১৬ হাজার ২৪১টি মিথ্যাচার, অবাস্তবতা ও বিভ্রান্তিতে ভরপুর।
এতে আরো বলা হয়, গেল ৩ বছরের মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি মিথ্যা বলেছেন ট্রাম্প। কেবল এ বছরই তার মিথ্যার সংখ্যা ৮ হাজার ১৫৫টি। এর আগে ২ বছরে মোট মিথ্যা বলেন ৮ হাজার ৬৮৮বার।
মার্কিন প্রেসিডেন্টের এসব মিথ্যা কথার বেশিরভাগই ইরান, নিউইয়র্ক টাইমস পত্রিকা, সাবেক ফার্স্ট লেডি ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন, চাকরি, দেশের অর্থনীতি, ইউক্রেন এবং অভিশংসন সম্পর্কে।
সেই সঙ্গে এসময়ে যেসব বিষয় নিয়ে টুইট করেছেন ট্রাম্প, এর ২০ শতাংশই মিথ্যা ছিল।