ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৫৯২

৩ লাখ হীরাখচিত গাড়ি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৫ ৬ আগস্ট ২০২১  

গাড়ি দৈনন্দিন জীবনে যে খুব প্রয়োজনীয়, তা বলার অপেক্ষা রাখে না। আবার ধনাঢ্যদের কাতারে চোখ বোলালে দেখা যায়, বিলাসবহুল গাড়ি নিজ সংগ্রহে রাখা তাঁদের অনেক শখের একটি। জার্মানির বিশ্বখ্যাত মার্সিডিস বেঞ্জের নাম শুনলেই আমরা চোখের সামনে বিলাসবহুল একটি দামি গাড়ি দেখতে পাই। আর সেই মার্সিডিসেরই একটি গাড়ি যদি হয় তিন লাখ হীরা দিয়ে খচিত, তাহলে তার দাম কত হবে বলে মনে হয়? বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা।

 

ঠিকই পড়েছেন। মার্সিডিস এসএল ৬০০ গাড়িটির একটি বিশেষ সংস্করণ ২০০৭ সালে উন্মোচিত হয় দুবাই মোটর শোয়ে। উদ্দেশ্য ছিল মার্সিডিস এসএল ৫৫০-এর সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করা। বর্তমানে গাড়িটির মালিক সৌদি রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন তালাল বিন আবদুল আজিজ। তিনি বিশ্বের শীর্ষ ১০ ধনীর একজন।

 

বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘ফোর্বসে’র তথ্য অনুযায়ী, তাঁর সংগ্রহে রয়েছে গাড়িটি। হীরাখচিত মার্সিডিস এসএল ৬০০-কে বিশ্বের সবচেয়ে দামি মার্সিডিসগুলোর একটি বলে মনে করা হয়। গাড়িতে হীরাখচিত করতে ১৩ জন এক্সপার্ট কাজ করেছেন টানা দুই সপ্তাহ।

 

হীরার কথা তো অনেক হলো। এবার জেনে নিই গাড়িটির অন্যান্য বিষয়। একই সঙ্গে ভি ৮ ও ভি ১২ ইঞ্জিনবিশিষ্ট গাড়িটি ৬ হাজার সিসির। এটি অনায়াসে মাত্র ৪ দশমিক ৪ সেকেন্ডের মধ্যে ০ থেকে ৬০ মাইল স্পিড তুলতে পারে।