ঢাকা, ০১ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৬৫৭

৩০০ গরু ও ২০০ ষাঁড় যৌতুক নিয়ে বিয়ে করলেন তরুণী!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২১ ১৯ মার্চ ২০২২  

যৌতুক একটি অভিশাপ। যৌতুকের কারণে ভেঙে গেছে কত সংসার। নষ্ট হয়ে গেছে কত জীবন। কিন্তু এমন দেশ আছে যেখানে বিয়ে করতে হলে কনেকে দিতে হয় যৌতুক। এমন আজব রীতির প্রচলন রয়েছে দক্ষিণ সুদানে। খবর জিও টিভির।

 

সম্প্রতি এমনই একটি খবর সামনে আসে। গালফ নিউজ জানিয়েছে, এক তরুণীকে বিয়ে দক্ষিণ সুদানের এক ব্যক্তি বিপুল পরিমাণ যৌতুক দেন। যৌতুকের সেই তালিকায় ৩০০ গরু ও ২০০ ষাঁড় রয়েছে।

 

খবরে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ যৌতুক নিয়ে বিয়ে করেছেন আশুল ওয়াল। গৃহযুদ্ধে জর্জরিত দারিদ্র্য পীড়িত দেশটিতে এত বিপুল পরিমাণ যৌতুক দিয়ে বিয়ের ঘটনা এটাই প্রথম। এটি রেকর্ড ভেঙে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

 

এর আগে নিয়ালং নামের এক তরুণীও বিপুল পরিমাণ যৌতুক নিয়ে বিয়ে করেছিলেন। তিনি বিয়ের সময় যৌতুক হিসেবে ১০০ গরু এবং একটি সিক্স-সিলিন্ডার গাড়ি নিয়েছিলেন।

 

প্রসঙ্গত, দক্ষিণ সুদানিদের বিয়ে চূড়ান্ত করার জন্য বেশ কয়েকটি গরুর যৌতুকসহ অন্য কিছু আচার ও ঐতিহ্য রয়েছে। দিনা এবং নেউরের মতো প্রধান উপজাতি গ্রুপগুলো এখনও এই নিয়ম মেনে চলে।

বিচিত্র বিভাগের পাঠকপ্রিয় খবর