ঢাকা, ২৫ অক্টোবর শনিবার, ২০২৫ || ৯ কার্তিক ১৪৩২
good-food
২৮৮

৪০ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৭ ৪ ডিসেম্বর ২০২১  

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (৩ ডিসেম্বর) এক কনফারেন্সে এ আহ্বান জানান সংস্থাটির বিজ্ঞানী ড. সৌম্য সোমিনাথান।

 

তিনি বলেন, ওমিক্রন দ্রুত ছড়ায় কিনা তা নিয়ে এখনও চলছে গবেষণা। তবে এই মুহূর্তে সবাইকে সতর্ক থাকতে হবে। এখন পর্যন্ত বিশ্বের ৪০টিরও বেশি দেশে ছড়িয়েছে করোনাভাইরাসের নতুন এ ধরন। তবে এখনও কোনও প্রাণহানির খবর মেলেনি।

 

যুক্তরাজ্যের এক গবেষণা বলছে, ওমিক্রনে আক্রান্ত দেশটির ১৩৪ জনের অর্ধেকই দুই ডোজ টিকা নিয়েছিলেন। এদিকে ওমিক্রন ঠেকাতে বিশ্বজুড়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

গত ৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। এরপর বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়তে শুরু করে। ডব্লিউএইচওর মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বলেন, ওমিক্রন কতটা সংক্রামক তা কয়েকদিনের মধ্যে জানা যেতে পারে।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর