ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৮ বৈশাখ ১৪৩২
good-food
৬৬১

৫২ বছর বয়সে পঞ্চম বিয়ে করলেন পামেলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৩ ২২ জানুয়ারি ২০২০  

বিয়ে করেছেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন ‘বেওয়াচ’ তারকা। তার স্বামী ‘ব্যাটম্যান’ এর প্রযোজক জন পিটার্স। সোমবার ক্যালিফোর্নিয়ার মালিবুতে গোপনীয়তা বজায় রেখে ৭৪ বছর বয়সী এই প্রযোজককে বিয়ে করেছেন পামেলা। ৫২ বছর বয়সী পামেলার স্বামী জন পিটার্সেরও এটি পঞ্চম বিয়ে। জানা গেছে ত্রিশ বছর আগে তারা ডেট করেছিলেন। তবে এরপর যোগাযোগ ছিল না তাদের। এত বছর পর আবার এক হয়েছেন। পিটার অনেক দর্শকপ্রিয় হলিউড সিনেমার প্রযোজনা করেছেন।

তার মাঝে ১৯৭৬ সালে মুক্তি পাওয়া স্ট্রেইস্যান্ডের ‘অ্যা স্টার ইজ বর্ন’, ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান’ এবং ১৯৯৯-এর ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’ অন্যতম।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর