ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩৯৮

৯৯৯-এ ফোন করে ‘ধর্ষণ’ থেকে রক্ষা পেলেন কলেজছাত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৮ ২৭ অক্টোবর ২০২০  

জরুরি সহায়তা নম্বর ৯৯৯- এ ফোন করে ‘ধর্ষণ’ থেকে রক্ষা পেলেন পিরোজপুরে কলেজছাত্রী। মঙ্গলবার ভাণ্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা এলাকায় এই ঘটনা ঘটে।

 

ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় জড়িত অভিযোগে সোহেল মুন্সি (২৬) এবং সহায়তার অভিযোগে কলেজছাত্রীর খালা ফিরোজা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

 

সোহেল লক্ষ্মীপুরার মফিজুর রহমান ফিরোজ মুন্সীর ছেলে। ফিরোজা দক্ষিণ শিয়ালকাঠীর লিয়াকত বাজারের  মো. রফিকুল ইসলামের স্ত্রী। আর ১৮ বছর বয়সী মেয়েটি ভাণ্ডারিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

 

ভুক্তভোগী বলেন, লক্ষ্মীপুরার হাইস্কুল সড়কে রিপন বেপারীর ভাড়াটিয়া ফিরোজা। আমার জাতীয় পরিচয়পত্রসহ কিছু কাগজপত্র আনতে তার বাসায় যাই আমি। এদিন সকালে ওই বাসার প্রতিবেশী সোহেল ফিরোজার ঘরে ঢুকে আমাকে ধর্ষণচেষ্টা করে। এসময় কৌশলে ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাই আমি। পরে ভাণ্ডারিয়া থানা পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে।

 

ওসি মাকসুদুর রহমান বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে তাৎক্ষণিক সেখানে অভিযানে যায় পুলিশ এবং মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর